
অরূপ পোদ্দার ,শিলিগুড়ি:
আরজিকর কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও স্বাস্থ্য দপ্তরের গাফিলতির বিরুদ্ধে বিজেপির শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও করে অভিযানকে ঘিরে ধুন্দুমার । বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ঘেরাও করে। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান থেকে মিছিল শুরু করে বিধানরোড হয়ে মহকুমা পরিষদে ঢুকতেই ব্যারিকেডে বাধা দেয় পুলিশ। সেই সময় পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। বিজেপির কর্মী সমর্থকেরা সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যায়। ধস্তাধস্তিতে সেখানেই এক মহিলা পুলিশ কর্মী রাস্তায় পড়ে যান। তাকে তার সহকর্মী তোলেন। অন্যদিকে, মহকুমা পরিষদের প্রধান গেটে পুলিশ আটকে থাকলেও সেই গেট ভেঙেও ঢুকে যায় বিজেপির কর্মী সমর্থকরা। মহকুমা পরিষদের মূল গেট পুলিশ আটকে রাখলেও শেষ রক্ষা হয়নি। কাচ ভেঙে সেই দিয়ে বিজেপি কর্মীরা ভেতরে প্রবেশের চেষ্টা করে। সেখানেই আহত হন একাধিক বিজেপি কর্মী। কাঁচে কারও হাত কেটে যায়। তাদের মধ্যে এক বিজেপি কর্মীকে তরিঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে গেটের সামনে বসেই বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা।