
সুমন গঙ্গোপাধ্যায়: লোকসভা আসতে আসতে রীতিমত কোমর বেঁধে ঘুটি চালাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস রায় এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পদ্ম শিবিরে যোগদান করিয়ে আগেই চমক দিয়েছে বঙ্গ বিজেপি।
ইতিমধ্যেই বাংলায় ২০ টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষনা করেছে বিজেপি। গোটা দেশের মধ্যে একমাত্র বিজেপিই সর্বপ্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। তৃণমূল, বাম বা কংগ্রেসের প্রার্থী তালিকা করে প্রকাশিত হবে তা আপাতত কোনও মহলই তেমন ভাবে বলতে পারছেন না। তবে গোটা রাজ্যের নজর এখন বিজেপির বাকী তালিকা নিয়ে। কারা পেতে পারেন পদ্ম শিবিরের টিকিট? তা নিয়ে জল্পনা তুঙ্গে। বেশ কিছু সেলিব্রিটির নাম উঠে আসছে এই প্রার্থী তালিকাত তাপস রায, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর নাম যে বাকি ২২ জনের তালিকায় থাকবে, তা প্রায় নিশ্চিত। কিন্তু বাকি ? এখানেই থাকছে চমক। বলা যেতে পারে এককথায় যা মোদীর মাস্টারস্ট্রোক। সূত্রের খবর , ক্রিকেট জগতের দুই নক্ষত্রকে সম্ভবত দেখা যেতে পারে এবারের প্রার্থী তালিকায়। এমনক তাঁদের নাম নিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ের আলোচনা পর্যন্ত হয়ে গিয়েছে।তাঁদের কাছে ইতিমধ্যেই এই দুজনের কাছে প্রস্তাব গিয়েছে। কথা হয়েছে বেশ কয়েকবার। দিল্লী বিজেপি সূত্রে খবর, রাজ্য থেকে বিজেপির প্রার্থী তালিকায় নাম থাকার প্রবল সম্ভাবনা মহাম্মদ শামি এবং ঝুলন গোস্বামীর l।
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই চাইছেন মহম্মদ শামিকে প্রার্থী হিসাবে চাইছেন। একদিকে স্টারডম অপরদিকে তৃণমূলের মুসলিম ভোটকে চ্যালেঞ্জ করে মহম্মদ শামিকে ভোট ময়দানে নামাতে চাইছে পদ্ম শিবির। সূত্রের খবর, বসিরহাট থেকে প্রার্থী হতে পারেন মহম্মদ শামি
। অপরদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা ঝুলন গোস্বামীর। নদিয়া জেলারই চাকদহ’র মেয়ে ঝুলন। বিশ্বকাপে রীতিমত তাক লাগানো পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ শামি।