
নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে মধ্য প্রদেশের বিধানসভা নির্বাচন। এবার মধ্য প্রদেশের কৈলাস বিজয়বর্গীয় উপর ভরসা রেখেছে গেরুয়া শিবির। ইন্দোর-১ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। কৈলাস বিজয়বর্গীয় সম্পত্তির পরিমাণ সামতে আসতেই অবাক পদ্ম শিবিরের নেতারা। নির্বাচনী হলফনামা থেকে জানা গিয়েছে, বিপুল সম্পত্তির মালিক কৈলাস। তবে তাঁর থেকে স্ত্রীয়ের সম্পত্তির পরিমাণ অনেকটাই বেশি। মনোনয়ম ফর্মের সঙ্গে জমা দেওয়া হলফনামায় কৈলাসের ঘোষণা নিজের ও তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১৪ কোটি টাকা টাকার বেশী। ২০১৩ সাল থেকে তাঁর সম্পত্তি বেড়েছে সাত গুণ। স্ত্রীর নামে সম্পত্তি রয়েছে ১০ কোটি টাকা, বিজয়বর্গীয়র নামে ৪৮ বছরের পুরনো একটি প্লটও রয়েছে। ১৫০০ বর্গফুটের প্লটটি ৫ হাজার টাকায় কিনেছিলেন বলে উল্লেখ। এই জমিতে নির্মাণকাজ চালানো হয়েছে। পাশাপাশি পাঁচ বছর আগে ১.৩৩ কোটি টাকা দিয়ে একটি জমি কিনেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। সেই জমির প্রতি বর্গফুটের দর ৬ হাজার টাকা। এছাড়াও নন্দ নগরে ২ হাজার বর্গফুটের একটি বাড়ি রয়েছে। এই বাড়িটির মূল্য ২.৩৩ কোটি টাকা। এই সম্পত্তির অর্ধেক কৈলাশ বিজয়বর্গীয়। হলফনামায় বিজয়বর্গীয় উল্লেখ করেছেন, তাঁর আয়ের উৎস পেনশন, সুদ ও ভাড়া।