
সোমনাথ মুখোপাধ্যায়ঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বাংলার ৪২টি আসনের মধ্যে ৩৫টি আসনের টার্গেট দিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। কিন্তু সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপি শিবিরের। ২০২১ বিধানসভা নির্বাচনের তুলনায় ভোট শতাংশ কমেছে অনেকটাই। কেন এই ব্যর্থতা! সেই উত্তর খুঁজতে এবং লোকসভা নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরী করতে দিল্লিতে তলব করা হল বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের।
বিজেপি সূত্রের খবর, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে দিল্লিতে তলব করা হয়েছে। জানা গিয়েছে তাঁদের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। থাকতে পারেন অমিত শাহও। বৈঠক হবে আগামী কাল অর্থাৎ সোমবার।
সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় রদবদল হওয়ার কথা। এরাজ্যেও মন্ত্রীর সংখ্যা বাড়ানো হতে পারে, ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে বলে সূত্রের খবর। কাদের মন্ত্রী করা যাবে, কাদের সংগঠনে দায়িত্ব দেওয়া যাবে, সেই নিয়ে সুকান্ত শুভেন্দুদের সঙ্গে আলোচনা হবে বলে জানা গিয়েছে। মন্ত্রী হবার দৌড়ে এগিয়ে আছেন হুগলীর সাংসদ লকেট চট্ট্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
বৈঠকে পঞ্চায়েতের পর্যালোচনা এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক স্তরে রদবদল হতে পারে। সেই সঙ্গে আগামী দিনে কীভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব, সেটা নিয়েও আলোচনা হবে।