
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির সংগঠনে বড়সড় রদবদল। ১৩ জন জেলা সভাপতিকে সরিয়ে দেওয়া হল। বিজেপির তরফে নতুন জেলা সভাপতিদের নাম প্রকাশ করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচনে যে যে এলাকায় খারাপ ফলাফল হয়েছিল, এবং যে যে এলাকায় সম্ভাবনা থাকা সত্ত্বেও দলের সংগঠনের অবনতি হয়েছে, সেই এলাকাগুলিতে জেলা সভাপতি বদলেছে গেরুয়া শিবির।
আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বারাসত, বনগাঁ, ব্যারাকপুর, দক্ষিণ কলকাতা, মথুরাপুর, হাওড়া শহর, তমলুক, কাঁথি, আরামবাগ, বিষ্ণুপুর এবং আসানসোল সাংগঠনিক জেলার সভাপতিদের বদলে দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় ফলাফল খারাপ হয়েছিল।
বিজেপি সাধারণত জনপ্রতিনিধিদের দলের সংগঠনিক দায়িত্বে রাখে না। কিন্তু এবারের ৬ জন বিধায়কে সভাপতি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিজ্ঞাও। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে আলিপুরদুয়ার জেলার।
বাংলায় সংগঠনের রাশ নিজের হাতেই রাখলেন রাজ্য সুকান্ত মজুমদার। কাঁথি,তমলুক,আরামবাগ,নদিয়া দক্ষিণে শুভেন্দু ঘনিষ্ঠদের সভাপতি করা হলেও দলের সিংহভাগ জেলা সভাপতি সুকান্ত মজুমদারের অনুগামী।