
তামসী রায় প্রধান, কলকাতাঃ রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছরই পূজা কমিটি গুলিকে দেওয়া হয় অনুদান। তারই সঙ্গে রাজ্যের পুজো মণ্ডপের চারিদিকে বাড়ছে মুখ্যমন্ত্রীর ছবির সংখ্যাও। শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবার সরাসরি প্রতিযোগিতায় নামলো রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। রাজ্যের দুর্গাপুজো পূজা কমিটি গুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দিতে চলেছে পদ্ম শিবির। কিন্তু তাঁর জন্য পূজা কমিটি গুলিকে মানতে হবে ২টি শর্ত। রাজ্যের দুর্গাপুজোয়ও রাজনীতির রঙ সাম্প্রতিককালে দেখে অভ্যস্ত রাজ্যবাসি। এবার সেই রঙ আরও গাঁড় হল।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে অনুদান দেওয়ার দুটি শর্ত থাকছে। প্রথম শর্ত, পুজো কমিটিতে বিজেপি নেতাদের জায়গায় দিতে হবে। দ্বিতীয় শর্ত, পুজো মণ্ডপের চারিদিক সাজাতে হবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সাফল্যের ব্যানার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে। রাখতে হবে বঙ্গ বিজেপির প্রধান প্রধান মুখদের ছবি দিয়ে ফ্লক্স আর এই দুই শর্ত মানলেই মিলবে ১ লক্ষ টাকার অনুদান।
ওয়াকিবহালমহল মনে করছে, বঙ্গ বিজেপির পরিকল্পনা কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিজেপির দাবি অনুযায়ী, প্রধানমন্ত্রীর ছবি এবং কেন্দ্রীয় প্রকল্পের ব্যানার দিয়ে মণ্ডপের চারিদিক সাজানো হলে রাজ্যের শাসক তৃণমূল সেটা ভালোভাবে নেবেনা। আশঙ্কা পরবর্তীতে ওই নির্দিষ্ট ক্লাবগুলি হারাতে পারে রাজ্য সরকারের যাবতীয় সুযোগ সুবিধা।