
অরূপ বিশ্বাস, উত্তরবঙ্গ: শনিবার রাজ্যপালকে দফায় দফায় কালো পতাকা দেখালো তৃণমূল কংগ্রেস।
এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস, দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে আসেন। বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে যাওয়ার পথে প্রথমে বাগডোগরাতে এবং পরে মাটিগাড়া অঞ্চলে রাজ্যপালকে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারপরে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসের সামনেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন । উল্লেখ্য, এদিন দার্জিলিংয়ে তৃনমূল কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বৈঠক রয়েছে রাজ্যপালের সেই উদ্দেশ্যেই তিনি এখানে আসেন। স্টেট গেস্ট হাউজ থেকে রাজ্যপাল সরাসরি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হবে বলে জানা গেছে।