
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর : ভারত-পাক উত্তেজনার আবহেই নতুন করে অশান্তি ছড়াল বাংলাদেশ সীমান্তে। দক্ষিণ দিনাজপুরের অনন্তপুর এলাকায় চাঞ্চল্য—সীমান্ত পেরিয়ে কাজ করা দুই ভারতীয় কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)-র বিরুদ্ধে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় সীমান্ত অঞ্চলে। যদিও ফ্ল্যাগ মিটিংয়ের পর ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে আনা হয় ওই দুই কৃষককে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গঙ্গারামপুর থানার অন্তর্গত মল্লিকপুর বিওপি সংলগ্ন অনন্তপুর সীমান্তে এই ঘটনা ঘটে। অপহৃত দুই কৃষক—ফিলিপ সোরেন ও অবিনাশ টুডু—দু’জনেই অনন্তপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ, এদিন দুই জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করলে, তাঁদের আটক করে বিএসএফ। পাল্টা প্রতিক্রিয়ায়, বিজিবি কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে কাজ করা ফিলিপ ও অবিনাশকে ধরে নিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়ায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান বিএসএফের ৯১ নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন আধিকারিকেরা। সন্ধ্যার পর থেকেই বিজিবি-র সঙ্গে শুরু হয় উচ্চ পর্যায়ের ফ্ল্যাগ মিটিং। দীর্ঘ আলোচনার পর রাতেই ওই দুই ভারতীয়কে ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি। একইসঙ্গে, আটক দুই বাংলাদেশিকেও তাদের হাতে তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানান, “বিএসএফ ও প্রশাসনের যৌথ চেষ্টাতেই ওই দুই ভারতীয় কৃষককে ফেরানো সম্ভব হয়েছে।”
ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। এলাকায় নতুন করে উত্তেজনা দানা বাঁধলেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় গ্রামবাসীরা নিরাপত্তা বৃদ্ধি ও কাঁটাতারের আরও কড়াকড়ির দাবি জানিয়েছেন। চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দিল সীমান্ত নিরাপত্তা নিয়ে।