
নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা: চিকিৎসায় অল্প সাড়া দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।বর্তমানে ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।বিপন্মুক্ত না হলেও তাঁর আচ্ছন্ন ভাব কিছুটা কেটেছে। রাইলস টিউবের মাধ্যমে তরল খাবার দেওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য।
বেসরকারি হাসপাতাল সূত্রে খবর,ক্লেবশিয়েলা নামে একটি ব্যাকটেরিয়া পাওয়া গেছে বুদ্ধদেব ভট্টাচার্যর শরীরে। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব, টলি পাড়ার অভিনেতা মহল সকলেই এই মুহুর্তে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করছেন। বুদ্ধদেব ভট্টাচার্য কে দেখতে রবিবার বেসরকারি হাসপাতালে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।