
নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা: এখনো ভেন্টিলেশনেই রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংকট না কাটলেও আপাতত স্থিতিশীল রয়েছে তাঁর শারীরিক পরিস্থিতি। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। জানা গিয়েছে,’বাইল্যাটারাল নিউমোনিয়া’-তে আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। স্যালাইনের মাধ্যমে তাঁকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক। রবিবার দুপুরে তাঁর সিটি স্ক্যান করা হতে পারে বলে জানা গিয়েছে বেসরকারি হাসপাতাল সূত্রে।
শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সিটি স্ক্যানের পর বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুস সংক্রমণ কতটা ছড়িয়ে গিয়েছে সে বিষয়ে আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবেন চিকিৎসকরা। এরপরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।