
সোমনাথ মুখোপাধ্যায়,ওঙ্কার বাংলাঃ অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে শনিবার তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর রক্তে অক্সিজেন সেচুরেশন অনেকটা কমে গিয়েছে বলে জানা গিয়েছে। অক্সিজেনের মাত্রা ৭০-এর নিচে নেমে গিয়েছে বলে খবর। রক্তে পটাশিয়ামের মাত্রাও অনেকটা কম। যার জন্য তড়িঘড়ি বুদ্ধদেব ভট্টাচার্যকে বালিগঞ্জের পাম অ্যাভিনিউর বাড়ি থেকে গ্রিন করিডোর করে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। আইসিইউ-তে ভর্তি করা হয়েছে বলে খবর।
প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই COPD তে ভুগছেন। তাঁর বয়সও ৭০ পেরিয়েছে। একাধিক বার্ধক্যজনিত অসুস্থতাও রয়েছে। ফলে রক্তে অক্সিজেন ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা বেশ সংকটজনক বলেই মনে করছেন চিকিৎসকরা। ইতিমধ্যে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল টিমে রয়েছেন, পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। এ ছাড়াও রয়েছেন, মেডিসিনের চিকিৎসকেরা। বুদ্ধদেবের চিকিৎসা বরাবরই করেন চিকিৎসক কৌশিক চট্টোপাধ্যায়। তিনিও বেসরকারি হাসপাতাল গঠিত মেডিক্যাল বোর্ডে আছেন বলে হাসপাতাল সূত্রের খবর।
হাসপাতালের একটি সূত্রে আরও জানা গিয়েছে প্রাথমিক ভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তচাপ স্বাভাবিক রয়েছে । বুদ্ধদেবের রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে ইতিমধ্যেই সি-প্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রাও সামান্য বেড়েছে বলে খবর মিলেছে। কার্যত আচ্ছন্ন অবস্থায় রয়েছেন বুদ্ধবাবু। প্রাথমিকভাবে বেশকিছু রক্তপরীক্ষা করা হয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ, বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। এদিন সকাল এগারোটা থেকে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। বুদ্ধকন্যা সুচেতনা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার কথা জানান। বাড়িতে যান মহম্মদ সেলিম। আর ঝুঁকি না নিয়ে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয় আলিমুদ্দিন নেতৃত্ব। আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘আমরা অসুস্থতার কথা জানি। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ। আজ সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। আমরা খুব বেশি উতলা হচ্ছি না, আবার ঝুঁকি নিতেও চাইনি।’