
সুকান্ত চট্টোপাধ্যায়,বনগাঁ:সিএএ এর বিরোধিতা করে বাগদার হেলেঞ্চাতে পথ অবরোধ তৃণমূল কংগ্রেস পন্থী মতুয়াদের ।অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়।প্রায় আধঘন্টা পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
সিএএ দেশে লাগু হবার পরে মতুয়াদের একাংশ খুশি হলেও সিএএ এর বিরোধিতাও করেছেন অনেকে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার বনগাঁ বাগদা সড়কের হেলেঞ্চাতে সিএএ মানছি না মানবো না লেখা ফ্লেক্স নিয়ে ,ডঙ্কা কাশি বাজিয়ে পথ অবরোধ করেন তৃণমূল কংগ্রেস পন্থী মতুযারা । আন্দোলনকারী তৃণমূল কংগ্রেসের মতুয়াদের দাবি আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম এই নাগরিকত্ব আমরা চাইনি। আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে পথে নামব আমরা। অবরোধের জেরে ৩০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে বনগাঁ বাগদা সড়ক ।পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।