
স্পোর্টস ডেস্ক : মনে পড়ে বাংলার উদীয়মান অলরাউন্ডার অভীক চৌধুরীকে? ২০০৯ সালে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণটাই চলে যেতে বসেছিল। প্রাণে বাঁচলেও উঠে দাঁড়াতে পারেননি অভীক। হুইল চেয়ারই তাঁর নিত্যযসঙ্গী। সেই অভীক ১৪ বছর পর ইডেনে এলেন। এদিন বাংলা বনাম ছত্তীসগড় ম্যাচের আগেরদিন বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লার উদ্যোাগে অভীক রনজি ম্যােচের আগে ইডেনে আসেন হুইল চেয়ারে। সাজঘরে ক্রিকেটারদের সঙ্গে মধ্যা হৃভোজনও করেন। তাঁর জীবন যুদ্ধের লড়াই দলের মধ্যে ছড়িয়ে দিতে ক্রিকেটারদের উজ্জীবিত করতেই অভীককে ইডেনে এনেছেন বলে জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ, সকলে নিশ্চিত ছিলেন যে, টিম ইন্ডিয়ায় অভীকের সুযোগ পাওয়া শুধু সময়ের অপেক্ষা।
অভীক বললেন,” ১৪ বছর পর ইডেনে এলাম। লক্ষ্মীদা, মনোজরা ডাকল। কী যে ভাল লাগছে বলে বোঝাতে পারব না।এই স্তরে যারা খেলে, তাদের আলাদা করে কিছু বলার দরকার হয় না। আর ক্রিকেটীয় দিক দেখার জন্য লক্ষীদা, সৌরাশিস, ম্যাকোদা (শিবশঙ্কর পাল), মনোজরা আছেই।ভীষণ গর্ব হচ্ছে এই বেঙ্গল ক্যাপ পেয়ে। দারুণ একটা অনুভূতি তৈরি হল।”
বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বললেন, ক্রিকেটার হিসেবে বাংলার জন্য ওর কী অবদান সেটা আমাদের জুনিয়রদের জানালাম। ভালো লাগলো ওকে অনেকদিন পরে মাঠে দেখে।’