
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বেহালার চৌরাস্তার কাছে রাস্তায় স্কুল পড়ুয়া সৌরনীল সরকারের মৃত্যুর ঘটনার জল এবার কলকাতা হাইকোর্টে গড়াল। আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে ।
গত শুক্রবার স্কুল যাবার সময় স্কুলের সামনেই রাস্তা পারাপার করার সময় একটি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সাত বছরের সৌরনীলের। বাবার সঙ্গে স্কুলে আসছিল, এমন সময় দুর্ঘটনা ঘটে। এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সৌরনীলের বাবা। সেদিন দুর্ঘটনার পর উত্তেজনা ছড়ায় বেহালায়। পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাটাতে হয় কাদানে গ্যাস, চলাতে হয় লাঠি।
মঙ্গলবার এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আইনজীবী মুকুল বিশ্বাস আদালতের আর্জি জানান, রাজ্যজুড়ে যত স্কুল আছে প্রতিটি স্কুলের সামনে যেন ট্রাফিক সিগন্যাল ঠিকঠাক মানা হয়, স্কুলে ঢোকা ও বেরনোর সময় যাতে ঠিকঠাক গাইডলাইন থাকে সেই ব্যাপারে নির্দেশ দিক আদালত। সেইসঙ্গে মামলাকারী আরও দাবি করেছেন, স্কুলে ঢোকার বা বেরনোর সময় যেন একজন ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। চলতি সপ্তাহেই প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।