
অমিত কুমার দাস, কলকাতাঃ পঞ্চায়েত নির্বাচনের আগেই উলুবেড়িয়ার বিডিওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান। অভিযোগ তাঁর ব্যালট পেপার বিকৃত করা হয়েছে। সেই নিয়ে মামলাও হয় হাইকোর্টে। বৃহস্পতিবার, সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে একটি রিপোর্ট জমা দেন। সেই রিপোর্টে বিডিওকে সাসপেন্ড করার পরামর্শ দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে। পাশাপাশি এসডিও এর বিরুদ্ধেও একই পদেক্ষপ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে বিডিও এবং এসডিও বিরুদ্ধে এফআইআর করে তদন্ত করার পরামর্শও দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে।
প্রসঙ্গত, উলুবেড়িয়ার সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খানের ব্যালট পেপার বিকৃত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। জল গড়ায় কলকাতা হাই কোর্টে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এই মামলার তদন্ত করতে একটি কমিটি গঠন করে দেন। সেই কমিটির প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে। ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তদন্ত শেষে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে সিঙ্গল বেঞ্চে ।
বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রিপোর্ট জমা পড়ে। ব্যালট বিকৃতির যে অভিযোগ উঠেছে তার মধ্যে সত্যতা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ আছে। এই কাজে বিডিও, এসডিও একসঙ্গে ষড়যন্ত্র করেছেন বলেও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ব্যালট বিকৃতি করার চক্রে অনগ্রসর শ্রেণির দফতরের অফিসারও যুক্ত রয়েছেন বলে তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে । তিনজনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে।
অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণ, সিপিএম প্রার্থী কাশ্মীরার বিরুদ্ধে দাঁড়ানো তৃণমূল প্রার্থীর লুৎফার বেগমের ওবিসি সার্টিফিকেটও জাল। সেই নিয়ে এসডিওর কাছে অভিযোগ করা হয়। কিন্তু তিনি কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ।