
অমিত কুমার দাস, কলকাতা : ১৪ আগস্ট রাতে যে তাণ্ডবলীলা চলেছিল আর জি কর হাসপাতালে, সেই ঘটনায় রুমা দাস নামে এক তরুণীকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই তরুণীর গ্রেফতারি চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে।
১৪ আগস্ট গভীর রাতে আরজি কর হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় পুলিশ প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরীহ লোকেদের গ্রেপ্তার করছে ? – প্রশ্ন বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের।
১৫ আগস্ট ভোর রাতে তাকে টালা ব্রিজের উপর থেকে আটক করে ভোর ছটা নাগাদ l গ্রেপ্তার করা হয়।
২০ আগস্ট আবার নতুন একটা অভিযোগ জানানো হয় টালা থানায়। এরপর নতুন FIR করে পুলিশ।
মামলাকারির আইনজীবীর দাবি, আর জি করে সেদিন তিনি ছিলেন না। তিনি রাস্তায় ছিলেন। কোনো সিসিটিভিভিতে তাকে ওই হামলায় অংশ নিতে দেখা যায় নি। তাহলে কিসের ভিত্তিতে এই গ্রেপ্তার?
রাজ্যর আইনজীবীর সওয়াল, নিম্ন আদালতে প্রথম মামলায় জামিনের আবেদন করা হলে আদালত তাকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।তিনবার নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয়।
৫ সেপ্টেম্বর পুলিশকে এই গ্রেপ্তার নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।