
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন পেলেন অভিযুক্ত। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নিয়োগ দুর্নীতির একটি মামলার শুনানি হয়। সাওয়াল জবাব শেষে বিচারক বলেন, ‘‘মানিক ভট্টাচার্যের স্ত্রীকে আর হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে বলে মনে করছে না আদালত”। শর্তসাপেক্ষে শতরূপা ভট্টাচার্যের জামিন মঞ্জুর করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মানিকের স্ত্রীকে হেপাজতে নিয়েছিল ইডি।