
অমিত কুমার দাস, কলকাতা : সংগ্রামী যৌথ মঞ্চের মিছিলে অনুমতি হাইকোর্টের। বুধবার বেলা ১২ টার সময় পাণ্ডবেশ্বর রেলস্টেশন থেকে ফুলবাগান দুর্গা মন্দির পর্যন্ত মিছিল ও সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অনুমতি দিলেন বিচারপতি রাই চট্ট্যোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চ।
প্রসঙ্গত, মিছিলে রাজ্যের অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ। নির্বাচন চলছে তাই অনুমোদন দেওয়া হবেনা, জানায় রাজ্য। এই মিছিলের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই, তাই কমিশনের আপত্তি নেই বলে জানায় কমিশন।তারপরেই অনুমতি.
উল্লেখ্য, সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় পুলিশি ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি। ‘জেলায় পুলিশ নিজেকে সর্বেসর্বা মনে করে। জেলা আদালত বন্ধ করতেও দেখেছি পুলিশকে’, মন্তব্য বিচারপতি রাই চট্ট্যোপাধ্যায়ের।