
অমিত কুমার দাস, কলকাতাঃ পশ্চিম মেদিনীপুরের পিনবনিতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিজেপিকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুরে পিনবনিতে সভার অনুমতি দেয়নি পুলিশ। জল গড়ায় আদালতে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানি হয়। এদিন বিচারপতি সভার অনুমতি দিলেন। প্রসঙ্গত, একই দিনে পিনবনিতে সভা তৃণমূল ও বিজেপির।
গোয়ালতর কলেজ মাঠে অনুমতি পায়নি বিজেপি। তাই তাঁরা পিনবনি নবকুঞ্জ কলেজের মাঠে জমায়েত এবং সভার অনুমতি চেয়েছিল পুলিশের কাছে। একই দিনে তৃণমূল কংগ্রেসের মিছিল, পিনবনিতে হাটশালা কলেজের মাঠে জমায়েত, এবং সভার অনুমতি চাওয়া হয় পুলিশের কাছে। দুপুর ২.৩০টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মিছিলের অনুমতি দিয়েছে পুলিশ। একই জায়গায় একই সঙ্গে মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানায় পুলিশ।
স্থানীয় থানা, জেলা পুলিশ সুপারের কাছে গত ৬ই আগস্ট আবেদন করলেও আজও তার উত্তর পাননি শুভেন্দু অধিকারী। অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। গোয়ালতর পুলিশ ৭ তারিখে জানায় তারা এই সভা এবং মিছিলের অনুমতি দিতে পারবে না। কারণ ওই এলাকা উত্তেজনাপ্রবণ এলাকা।
বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন রাজনৈতিক হোক বা অরাজনৈতিক সংগঠনের মিছিল ও সভার ক্ষেত্রে পুলিশ সুপারের কাছে আবেদন জানাবেন অনলাইনের মাধ্যমে। সেখানেই অনুমতি দেবেন এসপি। অভিযোগ তা মানেননি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার।
তৃণমূল কংগ্রেসের মিছিলের অনুমতি পুলিশ দিলেও বিজেপি মিছিলের অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ সুপার রিপোর্ট জমা দিয়ে জানান ৫০০মিটার দূরত্বে দুটি রাজনৈতিক দলের মিছিল ও সভা রয়েছে। তাই পুলিশ গন্ডগোল বা অশান্তি হতে পারে বলে আশঙ্কা করছে।
তৃণমূল কংগ্রেসের যে মিছিল করবে সেখানে কমপক্ষে ৫থেকে ৭হাজার মানুষের জমায়েত হতে পারে বলে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী আদালতে জানান। শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় আদালতে জানান তাদের প্রায় দু হাজার কর্মী সমর্থকদের জমায়েত হতে পারে। সওয়াল জবাব শেষে, বিচারপতির নির্দেশ, ‘সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সভা করবে বিজেপি। দুপুর ২.৩০টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত সভা করবে তৃণমূল। সভা করতে হবে শান্তিপূর্ণভাবে, থাকতে হবে পুলিশি নিরাপত্তা’। প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় পুলিশের অনুমতি নিয়ে এর আগেও একাধিক বার ইস্যু হয়েছে। জল গড়িয়েছে আদালতে।