
সুনন্দা দত্ত,হুগলী: বিসর্জনের মধ্যেই আগমনীর সুর চন্দননগরে ।যখন দেবী উমার বিসর্জনে জন্য বিষাদের সুর রাজ্য জুড়ে, ঠিক তখনই চন্দননগরবাসী রয়েছেন দেবী হৈমন্তীকার আগমনের অপেক্ষায়। উমার বিসর্জনের দিন থেকেই থেকেই দিন গোনা শুরু হয়েছে । মঙ্গলবার রীতি মেনে চন্দননগরের বিভিন্ন জগদ্ধাত্রী পুজো কমিটিতে কাঠমো পুজো অনুষ্ঠিত হয়ে গেল। সেই মতো চন্দননগরের তেঁতুল তলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির উদ্যোগে কাঠামো পুজোর সূচনা হল । এদিন ঢাকের বাদ্যি, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দেবী হৈমন্তিকার আগমনের প্রারম্ভিক কাজ।