
নিজস্ব প্রতিনিধিঃ ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী নতুন মুখেই আস্থা রাখল বিজেপি। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দেও সাই’র নাম ঘোষণা করল, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে প্রথম বারের জন্য কোনও আদিবাসী সম্প্রদায়ের মানুষ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। রবিবার রায়পুরে দলের নবনির্বাচিত ৫৪ জন বিধায়ককে নিয়ে বৈঠকে বসেন পর্যবেক্ষক দের দল। সেই বৈঠকেই বিষ্ণুর নামে সম্মতি জানান অধিকাংশ বিধায়ক।