
নিজস্বস প্রতিনিধিঃ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে জানালেন, ১৮ তম লোকসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৯৬.৮ কোটি। যার মধ্যে ৪৯.৭ কোটি পুরুষ এবং ৪৭.১ কোটি মহিলা। নতুন ভোটার রয়েছে১.৮২ কোটি ।
মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, ‘‘পুরুষ এবং মহিলা ভোটারদের অনুপাত ভাল। দেশের ১২টি রাজ্যে মহিলা ভোটারদের সংখ্যা বেশি”। এবার ১০.৫ লক্ষ ভোট কেন্দ্র থাকবে দেশ জুড়ে। ইভিএম থাকছে ৫৫ লক্ষ”।