
ওঙ্কার ডেস্ক : কর্মরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ. সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ গুধিয়া বকুলতলা মোড়ে বাইক রেখে দাঁড়িয়েছিল মুর্শিদাবাদ থানার গোয়েন্দা বিভাগে কর্মরত সিভিক ভলেন্টিয়ার শনিরুল ইসলাম। হঠাৎ করে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তার উপর চড়াও হয়। ওই সিভিক ভলেন্টিয়ারকে টানতে টানতে প্রায় ৩০০ মিটার দূরে একটি বাড়িতে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বেধড়ক মারধর করে সেই দুষ্কৃতীরা বলে অভিযোগ। শ্বশুরবাড়ির সঙ্গে পুরনো বিবাদের জেরে এই ঘটনা বলে সূত্রের খবর। অভিযুক্তরা প্রত্যেকেই ওই সিভিক ভলেন্টিয়ারের শ্বশুরবাড়ির পক্ষের লোকজন বলে জানা গিয়েছে। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা গুধিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে সেখান থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরিবারের পক্ষ থেকে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় মুর্শিদাবাদ থানায়।