
স্পোর্টস ডেস্ক : ডিফেন্স আর আক্রমণ দুটো দিকের একটা দিকও যদি নড়বড়ে থাকে তাহলে সেই দলের চ্যাম্পিয়ন হওয়া একপ্রকার অসম্ভব। আর ইস্টবেঙ্গল ক্লাবের গত কয়েকবছরে কখনও ডিফেন্স কখনও বা আক্রমণ দুর্বল ঠেকেছে। তবে এই মরসুমে হিজাজি ডিফেন্স আর ক্লেটন সিলভা আক্রমণে থাকায় ইস্টবেঙ্গল দলকে পরিপূর্ণ দেখিয়েছে। তার ফল সুপার কাপে জয়। আর এই জয়ের পরে হিজাজি বললেন,’খুব ভালো লাগছে ভারতে আমার প্রথম ট্রফি জয়। আর ইস্টবেঙ্গলও অনেকদিন পরে ট্রফি পেলো। পরিপূর্ণ হল সবকিছু।সমর্থকদের ধন্যবাদ আগামীদিনে এই ফর্মটাই ধরে রাখতে চাই।’ এদিকে ব্রাজিলিয়ান গোলমেশিন তথা ফাইনালে গোল করা ক্লেটন বললেন,’এই জয় শুধু আমার নয়, গোটা দলের। ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে আমরা গোল খেয়ে গিয়েছিলাম। কিন্তু হাল ছাড়িনি। গোটা দল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। পাঁচটা ম্যাচেই ভাল খেলেছি। খুব ভাল লাগছে। ডুরান্ড কাপে মোহনবাগানের কাছে হারের ব্যথা ছিল। সেটা কিছুটা হলেও ভুলতে পেরেছি।৪-৫ মাস আমি ভালো পারিনি। আমি স্ত্রী ও পরিবারের সঙ্গে কথা বলি। আমি নিজের উপর খুশি ছিলাম না। আমি জানি আমার কাজটা কতটা গুরুত্বপূর্ণ। আমি জানি আমাকে কী করতে হবে। সেটা করতে পেরেছে। সবাইকে ধন্যবাদ। আনন্দে কথা বলতে পারছি না।’সুপার কাপে সর্বাধিক গোলদাতা কিন্তু ক্লেটনই। তিনি জানালেন,’সর্বাধিক গোল করার খিদে সবারই থাকে। তবে আমার ভালো লাগছে দলকে চ্যাম্পিয়ন করতে পেরে।’