
নিজস্ব সংবাদদাতা,ওঙ্কার বাংলা:একাধিক কর্মসূচীতে ঠাসা স্পেনের সফরনামা।তবে ব্যস্ত শিডিউলের মধ্যেও শরীরচর্চা এবং সঙ্গীত চর্চায় খামতি রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও স্পেনের রাস্তায় মর্নিং ওয়াক করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে রবীন্দ্র সংগীতের সঙ্গেও স্পেনের মানুষদের পরিচিত করালেন মুখ্যমন্ত্রী। পিয়ানোতে সুর তুললেন ফুলে ফুলে ঢলে ঢলে গানটির। এর আগেও মাদ্রিদের রাস্তায় অ্যাকোর্ডিয়ানে হাম হোঙ্গে কামিয়াব গানের সুর তুলেছিলেন মমতা। প্রসঙ্গত লা লিগা কর্তৃপক্ষের সাথে মউ স্বাক্ষরিত হওয়ার আগে এই বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।