
ওঙ্কার ডেস্ক:ঝাড়খণ্ডের দুই কয়লা ব্যবসায়ীর বাড়ি ও অফিসে আয়কর হানা। ওই দুই ব্যবসায়ীর চারটি রাজ্যের ৫৬ টি জায়গায় অভিযান চালিয়ে তিন কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। আয় কর দপ্তর সূত্রে খবর ঝাড়খণ্ডের দীপক কুমার পোদ্দার ও অনিল কুমার আগারওয়াল নামে দুই ব্যবসায়ের বাড়িতে একযোগে হানা দেয় আয়কর দফতর ।পাশাপাশি এই দুই ব্যক্তির কলকাতা, পুরুলিয়া ,ধানবাদ, রাচি, বোকারো সহ একাধিক অফিসে অভিযান চালানো হয়।এবং অফিস ও বাড়িতে হানা দিয়ে প্রচুর নথী উদ্ধার করেছে আয়কর দপ্তর । প্রায় তিন কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে বলে আয়কর দপ্তর সূত্রে জানা গেছে।