
নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় বামদের সঙ্গে জোট ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। আরও তিন আসানে প্রার্থী দিল কংগ্রেস। বনগাঁয় প্রদীপ বিশাবস, উলুবেড়িয়ায় আজহার মল্লিক ও ঘাটাল লোকসভায় ডাঃ পাপিয়া চক্রবর্তীকে প্রার্থী করল কংগ্রেস। সব মিলিয়ে বাংলায় ১৩ আসনে প্রার্থী দিল কংগ্রেস। একইসঙ্গে ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হল অঞ্জু বেগমকে।