
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:শহর জুড়ে বেআইনী পার্কিংয়ের দাপটে অতিষ্ঠ কলকাতাবাসি। এই অভিযোগ তুলে শনিবার পথে নামে কংগ্রেস। ৩৯ নম্বর ওয়ার্ড কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।শনিবার বেলা তিনটে নাগাদ জোড়াসাঁকো থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেসে কর্মী সমর্থকরা। এই বিক্ষোভের জেরে প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে জোড়াসাঁকো থানা।পাশাপাশি থানা ঘেরাও ও অবস্থানে বসে কংগ্রেস কর্মীরা।কংগ্রেস কাউন্সিলার সন্তোষ পাঠকের নেতৃত্বে এই বিক্ষোভ চলে। কংগ্রেস কর্মীদের দাবি বেআইনি পার্কিং, মহিলাদের কটুক্তি ঘটনা ক্রমবর্ধমান ও থানার পক্ষ থেকে মিথ্যা অভিযোগে কংগ্রেস কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।