
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্ক, লোকসভা ভোটের আগে কংগ্রেসকে ১ হাজার ৮২৩ কোটি টাকার বকেয়া আয়কর চেয়ে নোটিশ দিল আয়কর দফতর। আয়কর দফতরের এই নোটিশের বিরুদ্ধে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস, এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেতা অজয় মাকেন।২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত আয় ব্যায়ের হিসেব না মেলায় এই জরিমানা বলে আয়কর দফতর সূত্রে খবর। কংগ্রেস অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে কংগ্রেস টাকা লুঠ করতে নেমেছে বিজেপি। কংগ্রেস নেতা অজয় মাকেন নোটিশের প্রাপ্তি স্বীকার করে বলেছেন পুরনো ভীত্তিহীন অভিযোগের ভিত্তিতে আয়কর রিটার্ন পুনমূল্যায়নের নামে কংগ্রেসের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত শ.তানি শুরু হয়েছে। প্রসঙ্গত এর আগে ১৪ লক্ষ টাকা হিসেব গরমিলের অভিযোগে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে ১৩৫ কোটি টাকা জরিমানা হিসেবে কেটে নেবার অভিযোগ ওঠে আয়কর দফতরের বিরুদ্ধে।