
স্পোর্টস ডেস্ক : ওডিআই বিশ্বকাপের পর আপাতত বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি। পরিবারের সঙ্গে সময় কাটাতেই ব্য়স্ত রয়েছেন তিনি। সেই সময়ের মাঝেই পরিবারের সদস্য় এবং বন্ধিদের সঙ্গে ষষ্ঠ বিবাহ বার্ষিকি পালন করলেন বিরাট কোহলি। সেখানেই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার নতুন ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা একসঙ্গে কেক কাটলেন। দুজনেই সেজেছিলেন ব্ল্যাক সুটে। সেই ছবি জদেখেই আপ্লুত অগুন্তী বিরাট ভক্ত। আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
বেশ কয়েকদিন আগেই শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ। সেখানে ফাইনাল পর্যন্ত পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। সেই আক্ষেপ এখনও কাটিয়ে উঠতে পারেনি সকলে। মাঝেমধ্যেই ক্রিকেটারদের মুখে সেই আক্ষেপের কথা শোনাযাচ্ছে। ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই রোহিত শর্মা, বিরাট কোহিদের বিশ্রাম দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে ছিলেন না তারা। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি টোয়েন্টি ও ওডিআই সিরিজে খেলবেন না বিরাট কোহলি। একেবারে টেস্টের মঞ্চেই ফিরবেন তিনি।তার আগে অবশ্য বেশ খোশ মেজাজেই রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। গত সোমবার ষষ্ঠ বিবাহ বার্ষিকি উদযাপন করলেন এই তারকা ক্রিকেটার। সেই ছবি দেখার পর থেকেই আপ্লুত সকলে। অনুষ্কা শর্মাই সোশ্যাল মিডিয়াতে সেই ছবি দিয়েছিলেন। তিনি সেখানেই লিখেছেন, ভালবাসা, পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে একটা সুনব্দর সময় কাটানো। তবে পোস্ট করতে বোধহয় একটু দেরী হয়ে গেল। নিউমেরো উনোর সঙ্গে এই সংখ্যা এখন ৬+।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই ভাইরাল। তাদের এই ছবি দেখে আপ্লুত হয়েছেন বিরাট কোহলির অগুন্তী ভক্ত। পরিবারের সদস্যদের সঙ্গেই এবার নতুন বছরের বর্ষবরণ করবেন বিরাট কোহলি। নতুন বছরে একেবারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই নামবেন তিনি। সেখানেই বিরাট কোহলির ব্যাট থেকে কেমন পারফরম্যান্স দেখা যায় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।