
কলকাতা,অমিত কুমার দাস: নওশাদ সিদ্দিকিকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে নওশাদ সিদ্দিকির আগামী জামিনের মামলায় বিধায়ককে রক্ষা কবচ দিলো হাইকোর্ট। আগামী ১৮ জুলাই মামলার পরবর্তী শুনানি। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পুলিশ এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না। নির্দেশ বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চের। প্রসঙ্গত ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তোলেন জনৈক্য এক তরুনী। নিউটাউন থানায় লিখিত অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি পাল্টা দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এরপর রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নওশাদ।