
শুভাশিস চট্টোপাধ্যায়ঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ৫ টি গ্রাম পঞ্চায়েত আসন দখল করল লিবারেশন। তার মধ্যে পূর্ব বর্ধমানেই ৩ টি আসন এবং নদিয়া ও মুর্শিদাবাদে ১ টি করে গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে তারা। এদিন নির্বাচনে ব্যাপক সন্ত্রাস, রিগিং ও রক্তপাতের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখান নকশালপন্থী সংগঠনটির বেশ কয়েকশো কর্মী, সমর্থক।
পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল নকশালপন্থী সংগঠন সিপিআইএম-এল লিবারেশন। পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে সন্ত্রাস, মৃত্যু, ভোট লুঠ, গণনায় কারচুপির বিরুদ্ধে ও ভাঙড়ের হত্যার তদন্তের দাবিতে এদিন মৌলালি মোড় থেকে দুপুর সাড়ে ৩ টে নাগাদ মিছিল বের করে লিবারেশন। মিছিল রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের সামনে পৌঁছালে সেখানে বিক্ষোভ দেখান লিবারেশন কর্মী-সমর্থকেরা। পরে লিবারেশনের রাজ্য নেতা বাসুদেব বসুর নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লিবারেশনের রাজ্য নেতা অতনু চক্রবর্তী, দিবাকর ভট্টাচার্য, নবেন্দু দাশগুপ্ত, জয়তু দেশমুখ সহ আরো অনেকে। এদিন লিবারেশনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বাসুদেব বসু জানান পূর্ব বর্ধমানে ৩ টি গ্রাম পঞ্চায়েত এবং মুর্শিদাবাদ ও নদিয়ায় ১টি করে গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী হয়েছেন তারা। বাসুদেববাবু জানান পূর্ব বর্ধমানের কালনা ব্লকের আকালপৌষ গ্রাম পঞ্চায়েতের ২ টি আসন এবং মেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১ টি আসনে জেতেন তাঁরা। এছাড়াও নদিয়ার মুড়াগাছা গ্রাম পঞ্চায়েতের গাছা পশ্চিমপাড়া এবং মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের ঝিল্লি পঞ্চায়েতের ১টি আসনও তারা দখল করেন। বাসুদেববাবুর অভিযোগ জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা গ্রাম পঞ্চায়েত, দক্ষিণ ২৪ পরগনা, হুগলির ধনেখালি ব্লকে কাউন্টিং এজেন্টদের বুথে বসতেই দেয়নি শাসকদলের গুন্ডারা। মারধর করে লিবারেশনের কাউন্টিং এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়া হয়েছে। ওই সব বুথে পুননির্বাচনের দাবি করেছে লিবারেশন। সেই দাবিতেই এদিন নির্বাচন কমিশনারককে ডেপুটেশন দেন লিবারেশন নেতৃত্ব।