
ত্রয়ণ চক্রবর্ত্তী, কলকাতাঃ দলের কর্মীদের জীবনযাত্রার তথ্য সংগ্রহে উদ্যোগ নিল সিপিআইএম। নাম দেওয়া হয়েছে ব্যক্তিগত মূল্যায়ন প্রফর্মা। প্রসঙ্গত কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েও বিলাস জীবনযাত্রা নিয়ে একাধিক সময় প্রশ্ন উঠেছে। দিন কয়েক আগে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের গাড়ি নিয়ে প্রশ্ন তোলেন তৃনমুল মুখপাত্র কুনাল ঘোষ। যদি পালটা জবাবও দিয়েছেন শতরূপ। কিন্তু বিতর্ক গড়িয়েছিল অনেক দুর।
জেলার নেতাদের একাংশের জীবন যাত্রা নিয়ে ক্ষমতায় থাকাকালীন ও তারপরও প্রশ্ন উঠেছিল। তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেই মনে করছে আলিমুদ্দিনে। সেই কারণেই কর্মীদের জন্য এই প্রফর্মা। এতে একাধিক প্রশ্নের মধ্যে রয়েছে, জনজীবন ও পারিবারিক জীবনে কমিউনিস্ট মূল্যবোধ অনুযায়ী চলতে আপনি কতটা সফল।
বিবাহ বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে বিলাসবহুল ব্যয় বর্জন করে চলার ক্ষেত্রে আপনার নিজস্ব মূল্যায়ন ও অভিজ্ঞতা। দলীয় কর্মীদের কাছে ইতিমধ্যে এই প্রশ্নমালা পাঠানো হয়েছে। এরিয়া কমিটি হয়ে জেলা কমিটিতে আসবে তথ্যমালা। তার ভিত্তিতে দলীয় কর্মীদের মতামত ও মনভাব বুঝে আগামীদিনে অবস্থান ঠিক করবে সিপিআইএম রাজ্য নেতৃত্ব।