
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনাল জমকালো অনুষ্ঠানের মধ্যে হবে । ফাইনালের পরও থাকছে মশলা। পারফর্ম করবেন অরিজিৎ সিং। একের পর এক হিট গানে মুগ্ধ করবেন দর্শকদের। ১ লক্ষ ৩০ হাজারের স্টেডিয়াম মাতাবেন রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও থাকছে লেজার শো। মোট ১৫-২০ মিনিটের সংক্ষিপ্ত জমকালো অনুষ্ঠান।
বিশ্বকাপ ফাইনালে তারকার সমাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি থাকবেন। এছাড়াও থাকতে পারেন ক্লাইভ লয়েড সহ বিশ্বকাপ জয়ী বাকি অধিনায়করা।থাকবেন বহু চিত্রতারকা। ক্রিকেটারদের আত্মীয় পরিজনরা। রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সচদেব যেমন থাকবেন, তেমনই থাকবেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা। অজয় জাদেজার স্ত্রীও থাকবেন স্টেডিয়ামে। থাকছেন শুভমন গিলের বাবা এবং যশপ্রীত বুমরার মা। মুম্বইয়ে সেমিফাইনালে ছিলেন হার্দিক পাণ্ডিয়া। আহমেদাবাদে ফাইনালেও থাকবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী সহ বেশিরভাগ ক্যাবিনেট মন্ত্রী।