
শঙ্কু কর্মকার,দক্ষিণ দিনাজপুর:
এবার কেন্দ্রীয় বাহিনীর দাবিতে দৌলতপুর ভোট কেন্দ্রের সামনে একসঙ্গে বিক্ষোভ বিজেপি , সিপিএম ও কংগ্রেসের। কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবিতে
শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দৌলতপুর হাই স্কুলে ২০৫, ২০৬, ২০৭ নম্বর বুথে কেন্দ্র বাহিনীর দাবিতে বিক্ষোভের সামিল হয় কংগ্রেস,বিজেপি ও সিপিএম প্রার্থীরা।কংগ্রেস বিজেপি ও সিপিএম প্রার্থীদের অভিযোগ হোম গার্ড এবং কনস্টেবল দিয়ে ভোট করানোর চেষ্টা হচ্ছে এই বুথে। তারই প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বুথের সামনে বিক্ষোভে সামিল হন রাজ্যের প্রধান তিনটি বিরোধী দলের প্রার্থী ও কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ ।কিন্তু পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভ চলতে থাকে। বিজেপি ও সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হলে ভোট প্রক্রিয়া বন্ধ রাখা হবে।