
নিজস্ব প্রতিনিধিঃ আগামী শুক্রবার ৫ জানুয়ারি দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলামে তোলা হবে। মহারাষ্ট্রের রত্নগিরির মুমবেক গ্রামের পৈতৃক বাড়ি ও তাঁর পরিবারের আরও তিনটি সম্পত্তি নিলাম করবে সরকার। মুমবেক গ্রাম থেকে ১৯৮৩ সালে মুম্বাইয়ে পাড়ি জমান দাউদ। জানা গিয়েছে নিলাম অনুষ্ঠিত হবে মায়া নগরী মুম্বাইয়ে।
প্রসঙ্গত গত ৯ বছরে দাউদ ও তাঁর পরিবারের সঙ্গে সম্পৃক্ত ১১টি সম্পত্তির নিলাম হয়েছে। যার মধ্যে একটি রেস্তোরাঁ ৪ কোটি ৫৩ লাখ টাকায় নিলাম হয়েছে। দাউদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ছয়টি ফ্ল্যাট একটি গেস্ট হাউস নিলামে বিক্রি হয়েছে।
১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণের মূলচক্রী দাউদ। এই হামলায় ২৫৭ জন নিহত হন। আহত হন সাতশ এর বেশী সাধারণ মানুষ। এরপরই দেশ ছেড়ে পালান দাউদ। আশ্রয় নেন পাকিস্থানে।