
সুকান্ত চট্টোপাধ্যায়,দেগঙ্গা:পঞ্চায়েত নির্বাচনে এবার ভোট হিংসার বলি এক স্কুল পড়ুয়া।তৃণমূল সমর্থক বাবার সামনেই বোমা মেরে স্কুল পড়ুয়া নাবালক ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ।কাঠগড়ায় আইএসএফ ও সিপিএম।এই দুই দলের সমর্থিত নির্দল প্রার্থীর অনুগামীরাই বাড়ি ফেরার পথে একাদশ শ্রেণীর ছাত্র ইমরান হাসানকে নৃশংসভাবে খুন করেছে বলে অভিযোগ ।ঘটনার জেরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সোহাই শ্বেতপুর অঞ্চল।অভিযুক্ত আইএসএফ সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা,ভাঙচুর এবং খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।পরে,পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।,সোহাই শ্বেতপুর অঞ্চলের গাঙগাটি গ্রামে এখনও পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে পাঁচজন-কে গ্রেফতার করেছে।