
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে মঙ্গলবার উত্তাল রাজধানী দিল্লি। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিল আম আদমি পার্টি। বিক্ষোভ ঠেকাতে প্রস্তুত ছিল পুলিশও। দিল্লির প্যাটেল চক মেট্রো স্টেশনের কাছে আম আদমি পার্টি নেতৃত্বের তরফে কর্মসূচি শুরু হতেই রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভকারীদের আটকাতে ধরপাকড় করে পুলিশ। প্রসঙ্গত, আম আদমি পার্টির বিক্ষোভ আটকাতে মঙ্গলবার সকাল থেকেই প্রস্তুত ছিল দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রীর বাসভবনে একাধিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের তরফে। গোটা চত্বরে ১৪৪ ধারা জারির পাশাপাশি কোনওরকম মিটিং-মিছিলের উপর জারি ছিল নিষেধাজ্ঞা।