
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ দিল্লির বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। দু কুল উপচে বইছে যমুনা। শুক্রবার যমুনার জল পৌঁছে যায় লাল কেল্লার প্রাচীর পর্যন্ত। দিল্লির বন্য পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিতে ফ্রান্স থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিস্তারিত খোঁজখবর নেন তিনি। দিল্লির পথ ঘাট এখন যেন নদী। গতকালই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির চৌহদ্দিতে ঢুকে পড়ে বন্যার জল। কার্যত গৃহবন্দী দিল্লিবাসী। পাম্পিং স্টেশনগুলি জলের তলায় চলে যাওয়ায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে রাজধানীতে। এদিন বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজনীতি ভুলে কেন্দ্রের সাহায্য চান কেজরিওয়াল। দিল্লির একাধিক এলাকায় বন্যার্তদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। বিপদ সীমার উপর দিয়ে বইছে যমুনার জল। আবহাওয়াবিদরা বলছেন বিগত এক শতাব্দীতে এমন বন্যা দেখেননি দিল্লিবাসী। পরিস্থিতি আরও বিগড়েছে পার্শ্ববর্তী রাজ্য থেকে জল ছাড়ায়। তবে শনিবার থেকে বৃষ্টি কমলে পরিস্থিতির একটু উন্নতি হবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। ভরসার খবর বলতে এটুকুই যা।