
নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি ওয়াকফ বোর্ডে নিয়োগ এবং সম্পত্তি লিজ দেওয়ার মামলায় জামিন পেলেন AAP বিধায়ক আমানতুল্লাহ খান। শনিবার দিল্লি রাউজ অ্যাভিনিউ আদালত তার জামিন মঞ্জুর করেছে।
প্রসঙ্গত, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্প্রতি দিল্লি ওয়াকফ বোর্ডে মামলায় বেনিয়মের অভিযোগে তদন্তে নামে ইডি। গ্রেফতার হন AAP বিধায়ক আমানতুল্লাহ খান। তার বিরুদ্ধে আইপিসি ১৭৪ মামলা শুরু হয়। জামিনের অবেদন করেন বিধায়ক। শনিবার, বিচারক দিব্যা মালহোত্রার এজলাসে মামলার শুনানি হয়। বিচারক ১৫ হাজার টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করেন।