
সুমন্ত দশগুপ্ত, নয়াদিল্লিঃ শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সাত সদ্যোজাতের। জখম আরও কয়েক জন শিশু। ঘটনাটি ঘটেছে, শনিবার মধ্যরাতে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু হাসপাতালে।
দমকল সূত্রে খবর, রাত ১১টা ৩২ মিনিট নাগাদ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের আটটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। তবে আগুন বিভিন্ন ওয়ার্ডে দ্রুত ছড়িয়ে পড়ে। ১২ জন শিশুকে উদ্ধার করা হয়। অনেক সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল শিশু হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উদ্ধারের পর চিকিৎসা চলাকালীন সাত জন সদ্যোজাতের মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছে আরও চার শিশু। হাসপাতালে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী।