
শেখ এরশাদঃ ডেঙ্গু রুখতে এবার বাংলাদেশ থেকে আসা মানুষদের টেস্ট করার কথা ঘোষণা করল কলকাতা পুরসভা। শুধু বাংলাদেশ থেকে নয় নেপাল বা মালয়েশিয়া থেকে আসা ব্যক্তিদেরও রক্ত পরীক্ষা করা হবে বলে এদিন জানান মেয়র ফিরহাদ হাকিম। ডেঙ্গু রুখতে এদিন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যোগে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেন ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
এদিন মেয়র বলেন পৃথিবী জুড়ে উষ্ণতার জন্য ডেঙ্গু ভায়াবহ আকার নিয়েছে। আমরা হাজার চেষ্টা করেও ডেঙ্গুকে জয় করতে পারব না, যদি সাধারণ মানুষ না এগিয়ে আসেন। সেই জন্য আমাকে আমার নোংরা পরিষ্কার করতে হবে। রাজ্য, কেন্দ্র সহ সবাইকে এগিয়ে আসতে এদিন আহ্বান জানান মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেন অনেকেই নিজের পড়ে থাকা ফাকা জমি পরিস্কার করেন না। সেখানে জল জঙ্গলে ডেঙ্গুর মশা বৃদ্ধি পায়। পুরসভা এবার তাদের থেকেও ফাইন আদায় করবে। খালি জমি বেশি দামে বিক্রি করবেন বলে ফেলে রাখবেন আর সাধারণ মানুষ তার মূল্য চোকাবে তা হবেনা বলেও এদিন জানান মেয়র।
ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন আমরা ইতিমধ্যেই বাড়ি এবং জমির মালিকদের বিরুদ্ধে ৪৯৬ টি কেস করছি। অনেককে ১ লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে। কোল ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরিকেও নোটিশ দেওয়া হয়েছে। রাজ্য এবং কেন্দ্র অনেক সংস্থার বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এরমধ্যে কোনও রাজনীতি নেই বলে জানান ডেপুটি মেয়র।