
আল সাদি, বাংলাদেশ : গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাংলাদেশের ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে।
বাংলাদেশের দমকল বিভাগের আধিকারিক মাইনউদ্দীন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে প্রথম এবং দ্বিতলে সর্বপ্রথম আগুন লাগে। আগুন ক্রমে উপরের দিকে ছড়িয়ে পড়ে।বাড়িটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল। সেগুলিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে ওঙ্কার বাংলাকে বলেন, “এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটি আরও বাড়তেও পারে। আহতদের কেউ শঙ্কামুক্ত নন।
বেইলি রোডের আগুনের ঘটনায় আরও তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মোট ৪৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলো। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।