
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: ডুয়ার্সের লোকালয়ে হাতির তাণ্ডব অব্যাহত। কনকনে শীতের রাতে গৃহহীন হতে হলো ১৫ টি পরিবারকে। । এবার চারটি হাতি তান্ডব চালালো ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বগড়িবাড়ি এলাকায়। প্রাণে বাঁচতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, আসবাবপত্র ফেলে পালিয়ে আসতে বাধ্য হন বেশ কয়েকটি পরিবার। জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকে কুয়াশার চাদরে ঢেকে যায় এলাকা। আর সবাই যখন ঘুমের ঘোরে তখন চারটি হাতি দাপিয়ে বেড়ায় বগরিবারি এলাকায়। হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫টি বাড়িঘর। কোনমতে পালিয়ে বাঁচেন পরিবারের সদস্যরা। ভোরবেলা হাতিগুলো জঙ্গলে ফিরে যায়। সকালে খবর পেয়ে ক্ষতিগ্ৰস্তদের বাড়িতে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় রায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দেন তিনি। বর্তমানে গৃহহীন দের অস্থায়ী ভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে।ক্ষতিগ্রস্থ ঘরগুলিকে সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।