
উজ্জ্বল হোড়, ধূপগুড়ি :হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে ধুপগুড়ি উপনির্বাচনে জয়ী হল তৃনমূল । আড়াই বছর পর বিজেপির জেতা আসন ছিনিয়ে নিল রাজ্যের শাসক দল ।এই আসনের গননা কে কেন্দ্র করে সকাল থেকেই ছিল টানটান ছিল উত্তেজনা।কখনো বিজেপি আবার কখনো পাল্লা ভারী ছিল তৃনমূলের দিকে।তবে প্রথম কয়েকটি রাউন্ডে বিজেপি এগিয়ে থাকলেও পরবর্তী রাউন্ড গুলিতে এগোতে থাকে তৃনমূল। এবং সেই ধারা বজায় থাকলো শেষ পর্যন্ত। বিজেপি প্রার্থী তাপসী রায়কে ৪৩৮৩ ভোটে হারিয়ে ধুপ গুঁড়ি ছিনিয়ে নেয় তৃনমূল। ভোটে হারের পর পরাজিত বিজেপি প্রার্থী তাপসী রায় বলেন আমি লড়াই করতে নেমেছি,এই নির্বাচনে হারলেও লড়াই জারি থাকবে।অপরদিকে এই জয় নিয়ে তৃনমূল নেতা গৌতম দেব বলেন ধূপগুরীর মানুষ ,মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের উন্নয়নের দিকে তাকিয়েই ভোট দিয়েছেন। তবে এই নির্বাচনে তেমন ভাবে ছাপ ফেলতে পারেনি বামফ্রন্ট।
তৃনমূল পেয়েছে ৯৬৯৬১ টি ভোট, বিজেপি পেয়েছে ৯২৬৪৮ টি ভোট এবং সিপিআইএম পেয়েছে ১৩৬৬৬ টি ভোট। ভোটে জেতার পরই সবুজ আবির নিয়ে অকাল হোলিতে উচ্ছাসে ফেটে পড়েন তৃনমূল সমর্থকেরা।