
শুভজিৎ পুততুন্ড ,সল্টলেক:উনি সব কিছুই দেখতে পান,শুধু নিজের দোষটা দেখতে পাননা।তাই এবারের পঞ্চায়েতে ৪৭ জন মারা গেলেও উনি বলছেন মাত্র ১৯ জন মারা গেছেন।বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাত:ভ্রমণে এসে নাম না করে মমতা বন্দোপাধ্যায় কে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।নির্বাচন কমিশনকে হাইকোর্টের তিরস্কার প্রসঙ্গে বলেন , এই কমিশনার যবে থেকে নিযুক্ত হয়েছেন, তবে থেকেই বিতর্ক শুরু হয়েছে। আর নিয়মিত কোর্টের ধমক খেয়ে যাচ্ছেন।
পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও ভাঙড়ে অশান্তি হওয়া প্রসঙ্গে বলেন,বাহিনীর পক্ষ থেকে প্রথম থেকেই বলা হয়েছে , তাদের কাছে স্পর্শকাতর বুথের লিস্ট ছিল না। রাজ্যের তরফ থেকে কোথাও যেতেও বলা হয়নি। ওনারা নিজে থেকে কিছু জায়গায় গেছেন। আসলে ওদের দর্শক হিসাবে রেখেছিল রাজ্য সরকার।এছাড়া জয়ী নির্দল প্রার্থীদের তৃণমূলে ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে বলেন ,অভিষেক বলেছিলেন নির্দল কে দলে নেব না। কুনাল ঘোষ বললেন নেব।দলের দুই নেতার দুই মত। আমি প্রথমেই বলেছিলাম, ২০১৮ তে এরকম সব নির্দল পরে তৃণমূল জয়েন করেছিল। এবারও তাই হবে।মৃতদের ২ লাখ টাকা ও হোমগার্ড এর চাকরি দেওয়া নিয়ে তৃনমূল সরকার কে কটাক্ষ করে দিলীপ বলেন এটাই ওদের প্যাটার্ন। খুন করো, চাকরি দাও।