
শুভজিৎ পুততুন্ড,নিউটাউন:
কামদুনির অপরাধীদের জেল থেকে ছাড়িয়ে আনার , এবং সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করছে তৃনমূল ,কামদুনি প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে এভাবেই আক্রমণ করলেন দিলীপ ঘোষ।বুধবার সকালে প্রাত ভ্রমনে এসে দিলীপ রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন প্রথমেই নির্যাতিতার পরিবারকে চাকরি দিয়ে ,তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল।তারপর অপরাধীদের জেল থেকে বার করে এনে সুরক্ষা দেওয়া হচ্ছে।এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই এলাকার মানুষ।
পাশাপাশি বুধবার রুজিরা বন্দোপাধ্যায় কে ইডির তলব করা প্রসঙ্গে বলেন ওনার উপর সন্দেহ রয়েছে বলে ডাকা হয়েছে।এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই।
এছাড়াও বাড়িতে ইডির তল্লাশির পর ফিরহাদ হাকিম বলেছিলেন আমি চোর নই,দিলীপ ঘোষ জানেন,মেয়রের এই মন্তব্য প্রসঙ্গে দিলীপ বলেন আমি জানার কে।উনি যে নির্দোষ সেটা ওনাকেই প্রমাণ করতে হবে।এছাড়া অভিষেক বন্দোপাধ্যায়ের নথি পত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জমা দেওয়া প্রসঙ্গে বলেন ,শেষ সময়ে নথি পত্র জমা দেওয়া হয়েছে ,এবার তদন্ত তাড়াতাড়ি হবে বলে আশা করছি।