
নিজস্ব প্রতিনিধি: জয়নগরের মত ঘটনা রাজ্যে আগেও ঘটেছে ,নতুন কিছু নয় ।আগে সিপিআইএমের আমলে হতো ,এখন তৃনমূলের আমলে হচ্ছে। জয়নগর কান্ড নিয়ে সোজাসাপটা মন্তব্য দিলীপ ঘোষের।বুধবার সকালে নিউটাউন প্রাতভ্রমণ শেষ করার পর সাংবাদিক দের মুখোমুখি হন বিজেপির প্রাক্তন রাজ্য সহ সভাপতি।জয়নগর প্রসঙ্গে বলেন এই ধরনের ঘটনা নানুর লালগড় সহ একাধিক জায়গায় হয়েছে। সিপিএম এর আমলে হয়েছে। তৃণমূল ও সেই একই রাজনীতি করছে। নিরীহ মানুষ ঘর ছাড়া হচ্ছেন । চাপান উতর চলছে। গরীব মানুষের উন্নতি হচ্ছেনা।
দলুইখাকি গ্রামের মানুষদের তিন দিন ধরে গ্রামে ঢুকতে না পারার প্রসঙ্গে দিলীপ বলেন
এখানে মানুষ তিন দিন গ্রামে ঢুকতে পারছেন না।কিন্ত ৩ বছর ধরে আমাদের কত লোক গ্রাম ছাড়া? সেই ২০২১ এর বিধানসভা ভোটের পর থেকে। পশ্চিমবঙ্গে এটাই বাস্তব রাজনীতি। আমরা এর পরিবর্তনের জন্য লড়াই করছি। পাশাপাশি তিনি দাবি করেন রাজ্যের যতো গুন্ডা,মস্তান আছে তাদের তৃনমূল নেতা বানিয়েছে।তারা জনরোষে মারা গেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে।এই ধরনের রাজনীতি বন্ধ হওয়া দরকার।