
শেখ এরশাদ,কলকাতাঃ শনিবার ক্যামক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে বৈঠক করলেন ঘাটালের তৃণমূল সংসদ দীপক আধিকারী ওরফে দেব। তারপর সেখান থেকে সোজা কালীঘাটে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দেব।
দেবের গতিবিধি নিয়ে বেশ কয়েকদিন ধরেই অস্বস্তিতে ছিল তৃণমূল শিবির। রাজ্যের আনাচে কানাচে জল্পনা শুরু হয়েছিল দেব রাজনীতিকে বিদায় জানাচ্ছেন। এবার মমতা – অভিষেকের সঙ্গে বৈঠক করে জল্পনা ঢেলে দিলেন ঘাটালের তৃণমূল সংসদ। তৃণমূল সূত্রে খবর, তিনি দলেই আছেন, থাকবেন। এনিয়ে কোনও বিভ্রান্তি নেই। নতুন করে কোনও জটিলতা তৈরি না হলে আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে প্রার্থী হচ্ছেন দেব।