
সায়ন মাইতি,পশ্চিম মেদিনীপুর: সুস্থ সবল গৃহবধূ দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন। এদিকে প্রশাসনের খাতায় মৃত তিনি। দীর্ঘ এক বছর ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা। বেজায় সমস্যায় পড়েছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামের বাসিন্দা দিপালী মান্ডি। দিপালীর দাবী, দীর্ঘ এক বছর ধরে লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন না তিনি।প্রশাসনের খাতায় মৃত তিনি নিজেকে জীবিত প্রমাণ করার জন্য গ্রাম পঞ্চায়েতের দপ্তর থেকে শুরু করে ব্লক প্রশাসনের দপ্তর সর্বত্রই দৌড়েছেন তিনি। লিখিত আবেদন জানিয়েছেন তবে এখনো পর্যন্ত প্রশাসনের নজরে জীবিত হয়ে উঠতে পারেননি তিনি।
দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা।বর্তমানে লক্ষীর ভান্ডারের টাকা না মেলায় ব্যাপক সমস্যায় পড়েছেন দিপালী মান্ডি। কবে তার সমস্যা মেটে সেদিকেই নজর রয়েছে সকলের।